রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরিফ আলী মুনমুন ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে মহান মে দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ বুধবার (০১ মে) সকাল ৮ টায় সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে একটি র্যালি বের হয়।
এবারের মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে র্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কুমার পাড়া দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে এসে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আজাদ, কার্য নির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, বোয়ালিয়া পূর্ব থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিপন্ন কুমার সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম রাজু, বিএমডিএ রাজশাহী সিবিএ সভাপতি ও শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ মেজবাহুল হক, সোনালী ব্যাংক শ্রমিক লীগের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন, নেসকো শ্রমিক নেতা- ডিউক, রাজীব, বিটিসিএল শ্রমিক নেতা সাইদুল ইসলাম, শরীর চর্চা কলেজের শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম স্বাধীন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।