ডা. আজাদ খান,জামালপুর: তাং ১৯/০১/২০২২ খ্রী. অদ্য বুধবার (১৯ জানুয়ারি) প্রতিবছরের ন্যায় এবারো জামালপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জেড ফোর্সের সর্বাধিনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে জামালপুর শহরের বাইপাস মোড় সংলগ্ন বিএডিসি মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও তিন শতাধিক (৩০০+) শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ তরুন হাসান কাজল। সঞ্চালনায়- মোঃ সাখাওয়াত হোসেন শুভ, সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি। এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক, সাইদা বেগম, জেলা শ্রমিকদলের সভাপতি, শেখ মোঃ আব্দুস সোবহান, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ মমিনুর রহমান, শহর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, শ্রমিকনেতা জুয়েল, সুজন, সাজু, লাল, আরেফিন, কৃষকদল নেতা সালেহীন শাহীন, মামুন রায়হান মামুন প্রমুখ।