তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সকলকে একজোট হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে (আ’লীগ সরকারকে) ক্ষমতায় আনতে হবে। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে এ সকল কথা বলেন, শিক্ষক দিবসের আলোচনা সভায় ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ’লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।

তিনি সকলের মাঝে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিবসের র ্যালি শেষে শিক্ষকদের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মামুন। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী।