জিএম,ভালুুকা প্রতিনিধিঃ তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগ ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধনে নেতৃত্ব দেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, আলমগীর হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন, সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।