সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে আগামী ১৪ জুলাই উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে ওইদিন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের দ্বিতীয় মৃত্যবার্ষিকী হওয়ায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি তুলেছে দলটি। জাপা চেয়ারম্যান জিএম কাদের শুক্রবার (৪ জুন) এক বিবৃতিতে এরশাদের মৃত্যুদিবসে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করায় ‘দুঃখ’ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদ মৃত্যুবরণ করেন। গতবছরও ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচন হয়েছিল। তখনও ভোট গ্রহণের তারিখ বদল করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেছিল জাপা। তবে ইসি তখনও সায় দেয়নি। বিষয়টি উল্লেখ করে জিএম কাদের গতকালের বিবৃতিতে বলেন, ‘গতবছরও ১৪ জুলাই দুটি আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করে কোটি কোটি এরশাদপ্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই এবার এরশাদের মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য যে কোনদিনে ভোট গ্রহণ করতে পারে।
এরশাদের সহোদর জিএম কাদের আরও বলেন, ‘১৪ জুলাই দিনটি জাপার নেতা-কর্মী ও এরশাদের কোটি কোটি ভক্ত অনুরাগীর কাছে অত্যন্ত আবেগঘন দিন। এইদিনে সারাদেশে এরশাদের সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল হয়।’ গত ১১ মার্চ সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়। এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানালেও এরইমধ্যে তিনটি আসনেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাপা। উপনির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলীয় প্রার্থীদের মাঝে শুক্রবার থেকে দলটি দলীয় মনোনয়ন ফরম বিতরণের কাজও শুরু করেছে। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ৭ জুন। ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে জাপার সম্ভাব্য দলীয় প্রার্থী অভ্যন্তরীণভাবে এখনও ঠিক হয়নি। তবে সিলেট-৩ আসনে জাপার সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল। দলের সবুজ সংকেত পেয়ে এরইমধ্যে তিনি অনানুষ্ঠানিক নির্বাচনি প্রচারে নেমেছেন। যাচ্ছেন ঘরে-ঘরে। প্রতিদিনই রুটিন করে গণসংযোগ করছেন। করোনায় এলাকার গরীব-দুখীদের সহায়তায় নানা কর্মসূচি পালন করছেন। দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিকে ব্যবসা প্রতিষ্ঠান থাকার সুবাদে তিনি করোনার দুঃসময়ে কয়েক হাজার মানুষকে ব্যক্তিগত অর্থে খাদ্যসামগ্রী দিয়েছেন। বাবুলের সমর্থনে তার শুভাকাঙ্ক্ষীরা নির্বাচনী এলাকাসহ সিলেট মহানগরীতেও বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। সর্বত্র সাঁটানো হয়েছে পোস্টার
বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাপাও। এই আসনে দলীয় প্রার্থীকে জয়ী করতে আগাম নির্বাচনি কৌশল ঠিক করেছে দলটি। ভোটের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম থেকে শেষদিন পর্যন্ত কেন্দ্রীয় একটি কমিটি প্রচারণার কাজ করবে।
জাপা সূত্রে জানা গেছে, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং সিলেটের আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুলকে প্রার্থী করে তাকে জিতিয়ে আনতে বিশেষ দৃষ্টি থাকবে দলের। জাপার দাবি, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের লামাপাড়া এলাকার সন্তান বাবুল ওই অঞ্চলের দাবি-দাওয়া নিয়ে সবসময়ই মাঠে সক্রিয় ছিলেন। কর্মদক্ষতা ও মানবকল্যাণমুলক কর্মকাণ্ডের জন্য বাবুল এলাকায় জনপ্রিয় বলেও তৃণমূলের জরিপে খবর পেয়েছে জাপা। নজরুল ইসলাম বাবুল জানান, মাহমুদ সামাদ চৌধুরী জীবিত থাকাকালীনই এলাকার মানুষ তাকে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়ার অনুরোধ করেছেন। সেজন্যই তিনি উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।