শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে।
গতকাল রবিবার (১৫ জানুয়ারী) রাতে খুলনা গোয়ালখালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, বিডিআর আল আমিন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, আব্দুস সবুর, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুন্না, সংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি আবু তাহের, সোনাডাঙ্গা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সেক্রেটারী রবিউল ইসলাম তুষার, দৌলতপুর থানার সেক্রেটারি নিজাম উদ্দিন মল্লিক, খালিশপুর থানার সেক্রেটারি হাফিজুর রহমান, লবণচরা থানার সভাপতি দ্বীন ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের পক্ষ থেকে মেয়র এর নাম ঘোষণা করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, যাহা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।