বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনা ও গণসংযোগ করে যাচ্ছে আব্দুল্লাহ আল মামুন। ফরিদপুর নির্বাচনী আসন -১ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত। আব্দুল্লাহ আল মামুন সাবেক পদত্যাগি সংসদ আব্দুর রউফ মাষ্টারের ছেলে। মামুন কেন্দ্রীয় আঃ লীগের একজন সক্রিয় নেতা হিসাবে ফরিদপুর-১ আসনে বেশ পরিচিত।

এলাকা ঘুরে জানা যায়, মামুনের ব‍্যাপকভাবে পিতার পরিচয়ে পরিচিতি রয়েছে। পিতা বিনা খরচে ওই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এলাকাবাসীরা জানান, একজন শিক্ষক কোথায় পাবে টাকা পয়সা? তাই আমারা সৎ, নিরীহ লোক হিসাবে তাকে আঃলীগের পক্ষ থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করেছি।

মামুনকে আঃলীগ থেকে মনোনয়ন দিলে আমরা একত্রিত হয়ে তিন উপজেলাবাসীরা ভোট দিবো। যেভাবে মামুনের বাবাকে ভোট দিয়েছি সেভাবে দিবো। মামুন বিগত অনেক বছর ধরে নেতা-কর্মীদের পাশে থেকে দলীয় কাজ করে আসছে। মামুন তিন উপজেলার সব এলাকা ঘুরে বেড়াছেন। মামুন গত শনিবার বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ করেছেন এবং সর্বশেষ গণসংযোগ করেছেন শেখর এলাকায় তাও সন্ধ্যার পরে। মামুনকে পেয়ে এলাকাবাসিরা চায়ের দোকানে আড্ডা বসায় এবং নির্বাচন নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করে থাকে।

এবারের দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ আসন থেকে প্রায় ১৫/২০ প্রার্থী নির্বাচন করবে বলে আঃ লীগের ব্যানারে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে মামুন অন‍্যতম।