ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটে,আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে ১৫ জন আহত’র খবর পাওয়া গেছে। শনিবার বিকালে সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দশদফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সকল ইউনিয়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে জেলা বিএনপি। পাশাপাশি বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামীগ।
এরই অংশ হিসেবে শনিবার ১১ ফ্রেব্রুয়ারী বিকেলে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বুড়ির বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব আহত হোন। অপর দিকে বিএনপির অভিযোগ আওয়ামীগের নেতা কর্মীরা মহেন্দ্রনগর ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়ী এবং ও মোটরসাইকেল ভাংচুর করে ।এতে উভয় দলের প্রায় ১৫ জন নেতা কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এরপর সন্ধায় আওয়ামীগের নেতাকর্মীরা মহেন্দ্রনগর বাজারে শান্তি সমাবেশ করার সময় বিএনপি নেতাকর্মীরা বুড়ির বাজার অবস্থিত আওয়ামী সমর্থকদের বাড়িঘর এবং দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান বড় ধরনের সংঘর্ষে এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।