মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে বি এন পি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র,গাড়ি পোড়ানো ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (৩০ জুলাই) বিকাল ৫.০০ ঘটিকায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে পৌঁছে।এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এড. আবদুল মান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এর সঞ্চালনায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মো: সাজ্জাদুর রহমান সাগর, মহম্মদপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো: কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা জাফর সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মো: কামরুল হাসান বক্তব্য প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।