কেশবপুর উপজেলার ১১ নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক জি এম সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য জি এম আলতাফ হোসেন, ওজিয়ার রহমান মোড়ল, শহিদুজ্জামান শাহীন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক তুহিন রেজা, ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য বুলবুল আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আজিজুল হক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি জিয়ারুল ইসলাম জিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কল্লোল কুমার দাস, নূর নবী ছামদানী, সাজেদা খাতুন, জাহানারা খাতুন, আতিয়ার রহমান, হাসানপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজিদুর রহমান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক রাসেল হোসেন রিপন, হাসানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাসেম মোড়ল সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।