টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশি এলাকার হাসেন আলীকে মুজিববর্ষ ও ঈদ উপহার হিসেবে নতুন একটি ঘর উপহার দিয়ছেন টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ এবং তার স্ত্রী কাজী সোহেলা আহমেদ।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে পৌরসভার চান্দশি মধ্যপাড়া এলাকায় হাসেন আলীর ঘরের কাজ শেষ হলে নবনির্মিত ঘরটি পরিদর্শন করেন মাসুদুর রহমান আজাদ এবং তার স্ত্রী কাজী সোহেলা আহমেদ জানা যায়, চান্দশি মধ্যপাড়া এলাকায় হাসেন আলী তার স্ত্রীকে নিয়ে অল্প একটু যায়গায় দীর্ঘদিন বসবাস করেন।

কিন্তু সম্প্রতি তার বসতঘরটি ভেঙে বসবাসের অনুপযোগী হয়। নতুন ঘর নির্মাণের সামর্থ্য না থাকায় তারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সরকারের নানা যায়গায় যোগাযোগ করে ব্যর্থ হন। পরে বিষয়টি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ এবং তার স্ত্রী কাজী সোহেলা আহমেদ দৃষ্টিগোচর হলে তাদের নিজস্ব অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে নতুন একটি ঘর তাকে ঈদ উপহার হিসেবে নির্মাণ করে দেন। গত এক সপ্তাহ যাবত তারা নতুন ঘরে বসবাস শুরু করেছেন হাসেন আলী।

ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ জানান, ঘাটাইল পৌরসভার চান্দশি মধ্যপাড়া এলাকার হাসেন আলী অত্যন্ত অসহায়। তাঁর বসতভিটায় একটি ঘর থাকলেও সম্প্রতি তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকত এবং বজ্রপাতের সময় তারা ভয়ে চকির নীচে আশ্রয় নিতেন।

এদিকে সন্তানরা তার বাবা-মায়ের কোনো খোঁজ খবর নেন না। হাসেন আলীর এই অসহায়ত্বের সংবাদ পেয়ে তিনি ও তার স্ত্রী তাদের নিজস্ব অর্থায়নে একটি থাকার ঘর নির্মাণ করে দিয়েছেন। নতুন ঘর পেয়ে আবেগআপ্লুত হাসেন আলী জানান, ঈদ উপহার নতুন একটি ঘর পেয়ে অনেক খুশি হয়েছে। তারা দুই বুড়াবুড়ি এখন নতুন ঘরে শান্তিতে বসবাস করতে পারবে । আর রোদবৃষ্টিতে তাদের আর ঝামেলা পোহাতে হবে না। মাসুদুর রহমান আজাদ এবং তার স্ত্রী কাজী সোহেলা আহমেদ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যে দুইজনকে সারা জীবন ভালো রাখেন।