টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর (শনিবার) বিকালে দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া।
আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাহাদুর আলম খান, দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাইদুর রহমান রফিক, দেওপাড়া ইউনিয়ে আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।
বর্ধিত সভা সঞ্চলনা করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সয়োরার আলম রুবেল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।