ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আ’লীগের ৭২তম জন্ম বার্ষিকীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

 

 

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আ’লীগের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলার বালিয়াডাঙ্গী শহরের চৌরাস্তা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা দুটি বই ৫শ নেতাকর্মীদের মাঝে বিতরণ করেন। এছাড়া একই অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে মোমিনুল ইসলাম ভাষানীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, চাড়োল ইউনিয়নের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ধনতলা ইউনিয়নের সভাপতি দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত, বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, দুওসুও ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাত কুমার রায়, আমজান খোর ইউনিয়নের সভাপতি লাজিব উদ্দীন কালঠু , বড়বাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী, উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার সুমনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিরুল ইসলাম সুমন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন ঘোষসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাগন উপস্থিত ছিলেন।