জি এম টিপু সুলতান মণিরামপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে বিএনপির আপত্তিজনক বক্তব্যের প্রতিবাদে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ-সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৪জুন শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সুযোগ্য সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ও ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান,মনিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, উপজেলা যুবলীগ নেতা সম আলাউদ্দিন, পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী,কাউন্সিলর সুমন দাস, কাউন্সিলর গীতা রানী কুন্ডু সহ মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের সকলস্তরের নেতাকর্মী বৃন্দ। উক্ত বিক্ষোভ সমাবেশে মনিরামপুর উপজেলা যুবলীগের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময়ে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগদানের জন্য মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।