সেলিম চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়াতে র্যালি ও আলোচনা সভা করেন পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলমের অনুসারীরা।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি এম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,
পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, এস এম খালেক, শ্রমিকনেতা জামসেদ, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, নজরুল ইসলাম, ওবায়দুল হক, তৌহিদুল আলম জুয়েল, সিদ্ধার্ত বড়ুয়া, সাইফুল ইসলাম সাইফু, মোঃ হারুন, সাইফুদ্দীন ভোলা, মোঃ রুনেল, মোঃ আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, খলিলুর রহমান ডালিম, বাদশা মিয়া, ছোটন আর্চায্য, আসাদ প্রমূখ।
২৬ শে জুন শনিবার বিকাল ৪টায় র্যালি টি পটিয়ার বাসস্ট্যান্ড চত্ত্বর থেকে শুরু করে পটিয়া উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, পটিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম পটিয়ার সর্বস্তরের মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরছেন
এবং প্রতিটি মানুষকে আশ্বাস্ত করছেন এই আপদকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী সবার পাশে আছে ভয়ের কোন কারণ নেই। বক্তারা দেশরত্ন শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।