টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দ্বিতীয়বার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশাল জমকালো গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) বিকালে বাসাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ বিশাল জমকালো গণ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুর রাজ্জাক এম পি।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)

বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মতিয়ার রহমান গাউছ এর সভাপতিত্বে ও বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা রাজিকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন,বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যাদু পরিবেশন করেন বর্তমান সময়ের বাংলাদেশের সেরা ম্যাজিকম্যান এম আলমগীর ও গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী ঐশী ও রাজীব এবং জিয়াদ সিদ্দিক।