মণিরামপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য’র পক্ষ থেকে যশোরের মণিরামপুর দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কোনাকোলা বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের তরুন নেতা এ্যাডঃ বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা ও নেহালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য, ডা: আতিউর রহমান, কাজী হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী গাজী আসাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি পঙ্কজ রাহা মদন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরসহ প্রমূখ।
এই দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন কৃষক লীগ নেতা শামীম আক্তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।