বিএনপি-জামায়াতের যেকোনো অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় উপস্থিত সদস্যরা এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং সদস্যসচিব, প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেহাল দশা, দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার বিষয় তরুণদের কাছে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুর বলেন, বিএনপি-জামায়াত আগামী ১০ ডিসেম্বরকে টার্গেট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। তাই সবাইকে সজাগ থেকে তাদের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে নানা গুজব ও অপপ্রচার ছড়াতে চাইবে। যেকোনো গুজব ও অপপ্রচার ঠেকাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।