অবশেষে যশোর আওয়ামী লীগের সেই বিতর্কিত পাঁচ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হচ্ছে, যশোর শহর, মণিরামপুর, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন করে এই ৫টি পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিভিন্ন পত্রিকায় কেন্দ্রীয় কমিটির অনুমোদনহীন এসব কমিটি বিভিন্ন সময় ছাপা হয়েছিলো। সেই কমিটিগুলো অবৈধ বলে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। মঙ্গলবার বিকেলে ঢাকায় যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি আব্দুল মজিদ, সাইফুজ্জামান পিকুল, আব্দুল খালেক, মোহাম্মদ আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মজিবুদ্দৌলা সরদার কনক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, উপ-দপ্তর সম্পাদক অহেদুল ইসলাম তরফদার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু প্রমূখ।
এ ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, আফিল উদ্দিন এমপি, নাসির উদ্দিন এমপি, অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভারপ্রাপ্ত পৌর সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, চৌগাছা উপজেলা সভাপতি এস এম হাবিব, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, অভয়নগর পৌর মেয়র সুশান্ত দাস শান্ত প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি যশোর শহর আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয়া হয়, যার কোনো কেন্দ্রীয় অনুমোদন ছিলো না। এরই ধারাবাহিকতায় অতিসম্প্রতি চারটি উপজেলা আওয়ামী লীগের অনুমোদনহীন পূর্ণাঙ্গ কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয়া হয়। কমিটি গুলো হচ্ছে, বাঘারপাড়া, অভয়নগর, মণিরামপুর ও ঝিকরগাছা উপজেলা কমিটি। আওয়ামী লীগের এসব কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি কেন্দ্রে পেীঁছালে গতকালের এ বৈঠকের আয়োজন করা হয়। তা থেকে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেন। তিনি মোবাইলে এ সিদ্ধান্তের কথা নিশ্চিৎ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।