আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান বলেছেন, বাঙালি জাতি যখনই সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করেছে তখনই আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছে।

বঙ্গবন্ধুকে হত্যা করাটাও আন্তর্জাতিক চক্রান্ত ছিল। সতর্ক থাকতে হবে যাতে আগামীতে পুনরায় আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের শিকার হয়ে পিছিয়ে না যাই।

এইটি হবে আজকের দিনে আমাদের শপথ। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণ জয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির‌ পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙালি জাতি বিএনপি-জামাত বা বিদেশি যড়ষন্ত্রের ফাঁদে পড়বে না। বঙ্গবন্ধুর মতো মাথা উঁচু করে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখবে। আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরও বাঙালি জাতি বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাচ্ছে।