আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় নির্ধারণ করা হবে গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারা হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইভিএমে।

এদিকে গত ৯ এপ্রিল থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এসব আসনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী শনিবারের মনোনয়ন বোর্ড সভায়।

জানা গেছে, ৫ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুরে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন।

আগ্রহী প্রার্থীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে সিলেট। ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদের জন্য। বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৭ জন মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকসহ ৪ জন মনোনয়ন ফরম কিনেছেন।

রাজশাহীতে আগ্রহী প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম। রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামানসহ তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।