মো. ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ঝাউগড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামিলীগের সম্মেলন উপলক্ষ্যে ঝাউগড়া বাজার কেন্দ্রীয় আওমীলীগ এর দলীয় কার্য্যলয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করেন ৫ ওয়ার্ড আওয়ামী লীগ।

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আলতাফুর রহমানের সঞ্চলনায় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান, আন্জুমনোয়ারা চৌধুরী হেনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেলান্দহ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল উপজেলা আওয়ামী লীগের সদস্য হাতেম আলী কারমলা,সাবেক চেয়ারম্যান হিল্লোল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসানুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম হিরা, সহ সভাপতি খায়রুল ইসলাম রুশো, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল ইসলাম মালেক,ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী, ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ হাজারো জনগন উপস্থিত ছিলেন। অপর দিকে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং ওয়ার্ড় শাখার সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আঃ হাই ভোলা কে নির্বাচিত করা হয়।