নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি শুধু জাত বৈষম্য দূর করার জন্য এইটা করি। কারণ আমি জাত-পাত এত হিসাব করি না। নিচু জাতের খাবার খাবো না এই রকম মানসিকতাই আমার নাই।
ওদের গলিগুলো হয়তো পরিষ্কার না, কিন্তু প্রত্যেকের ঘর একদম পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো-গোছানো। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শহরের ডিআইটি এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইভী বলেন, আমি ওদের (দলিত) ওখানে বসে চাও খাই। বানানো জিনিসও ওদের ঘরে বসে খাই।
আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে কেউ গিয়ে ওদের সাথে এইভাবে আন্তরিকভাবে মিশে ওদের ঘরে বসে ওদের বানোনো চা খাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলিত সম্প্রদায়ের বসবাসের জায়গা নিশ্চিত করার জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০০ কোটি টাকা পেয়েছে। যা দিয়ে আমরা ১০ তলা বিশিষ্ট ছয়টি ভবন করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।