আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা আজ সোমবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা আহ্বান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেশির ভাগ পদেই পুরনো নেতারা বহাল আছেন। গত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্য থেকে তিনজন বাদ পড়েছেন। সভাপতিমণ্ডলীতে নতুন সদস্য হিসেবে যোগ হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, আজ সভাপতিমণ্ডলীর সভায় দলের শূন্য থাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদগুলোতে নেতৃত্ব নির্বাচন করা হবে। সদস্য পদে কয়েকজন নতুন মুখ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।