ক’জন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা ‘দায়িত্বহীন এবং কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ের সময় সেতুমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘কোনো দায়িত্বশীল ব্যক্তি.. তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই-ই হোন দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।

দেশের বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন রাজনীতিবিদ, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্তাদের কেউ কেউ সভা,সমিতি, সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করেছেন; যা মোটেই শোভন নয়।’

বক্তব্য দেওয়ার সময় নিজস্ব পরিমণ্ডল বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবীদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে,আচরণ বিধি আছে, সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক।’