রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, ডাঃ গোলাম রব্বানী সোহান। প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। ব
সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে দেবদাস বর্মন সভাপতি ও আব্দুল মোত্তালিব মিঠু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে রংপুর জেলা ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।