টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচি পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

২৭ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে পোড়াবাড়ী জামের মসজিদের সামনে বৃক্ষ রোপন ও বাসস্টশনে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার।
ঘাটাইল উপজেলা কৃষক লীগেন আহ্বায়ক এড.কে এম শফিকুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন।

এসময় টাঙ্গাইল জেলা কৃষক লীগের কৃষক লীগেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সেতাজ্জুমামান রিপন, ঘাটাইল উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবুবকর সিদ্দিক, যুগ্ম-আহ্বায়ক সোয়েব রানা,আনোয়ার হোসেন সহ কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।