জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়ন নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন নবগঠিত কমিটির পরিচিতি সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ে মাঠে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শেষে নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন দেওপাড়া শাখা উদ্ভোধন করা হয়।

দেওপাড়া ইউনিয়ন নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের যুগ্ম-

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,দেওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান রফিক,দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুক্তার আলী,দেওপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিন, দেওপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকন তালুকদার, দেওপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন সিকদার প্রমুখ।
সভা সঞ্চলনা করেন, দেওপাড়া ইউনিয়ন নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ সরকার।