যুবলীগের সাংগঠকি কার্যক্রম গতিশীল করার লক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর ) সকালে ঘাটাইল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছরোয়ার আলম রুবেলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক এস.এম.লিটন সরকারের সঞ্চলনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া।

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আঃ জলিল সুজনসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক- আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ।