টাঙ্গাইলে ঘাটাইল পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী শহীদুজ্জামিন খান (ভিপি শহীদ ) মনোনয়ন পত্র দাখিল করেছেন । সোমবার (১ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছে মননোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যিালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু,যুগ্ম-আহ্বায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া,যুগ্ম-আহ্বায়ক ইনঞ্জিনিয়ার মাসুদৃর রহমান আজাদ,সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্ট্রিংস প্রমুখ।