জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনেশন ড্রামাটিক ক্লাব (সি.ডি.সি) অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি।

বর্ধিত সভা উদ্ভোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়োবের সঞ্চলনায় বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়াম স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহম্মদ উল্লাহ জুয়েল, সদস্য ডাঃ আব্দুস সালাম প্রামানিক, সদস্য রফিকুল ইসলমা রফিক।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা,ডাঃ জাহাঙ্গীর, সহ-সভাপতি বিপ্লব খান, ডাঃ ফজলুল হক,যুগ্ম-সাধানণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, স্বপন চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ, সহ-মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।