বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি– নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলকে মূল্যায়ন করে এ নির্বাচনের নৌকামার্কার প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

(২২ অক্টোবর) গতকাল শুক্রবার সকাল ১১ টায মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় বিরামপুর উপজেলার ৬ টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করে। আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নে এম আব্দুল লতিফ মিয়া, ২নং কাটলা ইউনিয়নে মোঃ ইউনুছ আলী, ৩নং খাঁনপুর ইউনিয়নে শ্রীঃ চিত্ররঞ্জন পাহান, ৪নং দিওড় ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান, ৬নং জোতবানী ইউনিয়নে মোঃ হাসুন চৌধুরী ও ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে মোঃ রহমত আলী।

এছাড়াও উপজেলার ৫ নং বিনাইল ইউনিয়নে এখন পর্যন্ত কোন নৌকার প্রার্থীর নাম ঘোষণা করেননি ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের ভোট গ্রহণ আগামী ২৮শে নভেম্বর রবিবার অনুষ্টিত হবে।