সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের নিন্ম বর্নিত ব্যক্তি বৃন্দ কে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে সক্রিয় ভাবে নির্বাচনে অংশ নেওয়ার দায়ে গত ১৯ শে নভেম্বর তাদের নিজ নিজ পদ থেকে বহিষ্কার করা হলো ~ তাদের প্রাথমিক পদ বাতিলের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির বরাবর প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হল ।

তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান পদ প্রার্থী যথাক্রমে ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদে

১) মোঃ বাদশা মল্লিক , ( বিদ্রোহী প্রার্থী ) , সদস্য , তেরখাদা উপজেলা আওয়ামী লীগ , ২) মোল্লা ইমদাদুল হক , ( বিদ্রোহী প্রার্থী ) , সদস্য , তেরখাদা উপজেলা আওয়ামী লীগ , ৩)। আক্তারুজ্জামান জুন , (বিদ্রোহী প্রার্থী ) , সাংগঠনিক সম্পাদক , ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদ , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদে ১) এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স , ( বিদ্রোহী প্রার্থী ) , তেরখাদা উপজেলা আওয়ামী লীগ , ২) মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দীন , ( বিদ্রোহী প্রার্থী ) , সদস্য , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ , ৩ নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদে ১) এস এম দীন ইসলাম , ( বিদ্রোহী প্রার্থী ) , সভাপতি , ৩ নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ , ২) মনজুরুল আলম , ( বিদ্রোহী প্রার্থী ) , সাধারণ সম্পাদক , বঙ্গবন্ধু প্রজন্ম লীগ , তেরখাদা উপজেলা , ৩) কামরুজ্জামান অলিচ ,( বিদ্রোহী প্রার্থী ) , ৩ নং ছাগলাদহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন পরিষদে ১) উকিল উদ্দীন লস্কর , ( বিদ্রোহী প্রার্থী ) , সাধারণ সম্পাদক , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ , ২) মোঃ সোহাগ শেখ , ( বিদ্রোহী প্রার্থী ) , সাংগঠনিক সম্পাদক , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ , ৩) তাপস বিশ্বাস , (বিদ্রোহী প্রার্থী ) , সাধারণ সম্পাদক, ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ , ৪) মোঃ আলমগীর শিকদার ,( বিদ্রোহী প্রার্থী ) , সদস্য , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ , ৫ নং তেরখাদা ইউনিয়ন পরিষদে ১) মোঃ শরিফুল ইসলাম লিংকন মিনা , ( বিদ্রোহী প্রার্থী ) , সদস্য , সেচ্ছা সেবক লীগ , তেরখাদা উপজেলা , ২ ) শেখ জাহাঙ্গীর আলম , ( স্বতন্ত্র প্রার্থী ) , ৬ নং মধুপুর ইউনিয়ন পরিষদে ১) কাজী কামাল হোসেন , ( বিদ্রোহী প্রার্থী ) , সাংগঠনিক সম্পাদক , তেরখাদা উপজেলা আওয়ামী লীগ ।

আরো জানা যায় , তেরখাদা উপজেলার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও বিশেষ পদে নিয়োগ থাকা অবস্থায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা সক্রিয় ভাবে চালিয়ে যাচ্ছেন। তাদের কে বহিষ্কার না করায় তেরখাদা উপজেলার গণমানুষের মুখে মুখে সমালোচনার ঝড় উঠেছে।