দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান এর বিরুদ্ধে দলীয় কোন অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্যে এ অভিযোগ করেন।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিক।

সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক দাবী করে বলেন, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে তাকে দলীয় কোন কার্যক্রমে তেমন দেখা যায় না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক বলেন, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে দলীয় কোন কার্যক্রমে তেমন টা দেখতে পাইনি। এবং গত বৃহস্পতিবার জেলহত্যা দিবসেও তিনি আসেননি।