মণিরামপুর প্রতিনিধিঃ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে মনিরামপুরের ১৬টি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে পথসভা, গনসংযোগ করছে মনিরামপুর উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ আঃলীগের সকল অংগসংগঠন।
আজ বিকালে ১১নং চালুয়াহাটী ইউনিয়নে নৌকার প্রাথী মোঃ আবুল ইসলামকে বিজয়ী করতে পথসভা ও জনসমাবেশ করেছে মনিরামপুর উপজেলা ছাত্রলীগ।
পথসভায় বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সন্মানিত আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ এবং উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক মোঃ ফজলুর রহমান।
স্থানীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তারা বলেন- এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলীয় প্রতীক নৌকাকে সমর্থন করতে হবে ও জয় নিশ্চিত করতে হবে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ লিটন কবির সহ উপজেলা ছাত্রলীগের মাহমুদুল হাসান রকি, রমেশ দেবনাথ, মোশারফ হোসেন, কামরান হোসেন, সাইফুর রহমান অভি, রকি আহম্মেদ, মামুন, ফয়সাল নেতাকর্মীবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।