নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তৃতীয় বারের মতো নির্বাচিত ইউপি সদস্য বজলুল রহমান।

১১ই নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এ শুভেচ্ছা বিনিময় বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগর মাদক নির্মূল কমিটির আহবায়ক জয়নাল আবেদীন ।

এ সময় বজলুর রহমান ৯ নং ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ৯ নং ওয়ার্ডবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ ৯ নং ওয়ার্ডবাসী আমাকে ৩য় বারের মতো বিপুল ভোটে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছে।

তিনি আরো বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণায় ৯ নং ওয়ার্ড কে শতভাগ মুক্ত আধুনিক ওয়ার্ডে রূপান্তরিত করা হবে।