মামুনুর রহমান, পাবনা : চাটমোহরে আ’লীগ থেকে ৭ বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি চাটমোহর থেকে পাবনার চাটমোহর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অম্যান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ জন আ’লীগ নেতাকে দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।

 

বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর ) দুপুরে চাটমোহর উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের অব্যাহতি দেয়া হয় । অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ – সভাপতি আফজাল হোসেন , মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শহিদুল ইসলাম , শুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ – সভাপতি হাবিবুর রহমান ও সদস্য রজব আলী বাবলু , হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি গোলবার হোসেন , বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আকতার হোসেন ও ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অব্যাহতির কারণসহ বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন , সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম বলেন , তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর চাটমোহর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এসব ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে । কিন্তু মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে অনেকে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন । আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী ও জেলা আওয়ামীলীগের পরামর্শক্রমে গঠনতন্ত্রের ৪৭ এর ( ট) ধারা মোতাবেক তাদের দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো । সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন , এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যেসকল আওয়ামীলীগের নেতারা কাজ করছেন তাদের তালিকা তৈরী করা হচ্ছে ।

খুব শিগগরিই তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । সহিংসতা পরিহার করে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেয়ার আহবান জানান তিনি ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ – সভাপতি আবদুর রাজ্জাক জকি , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু , সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো : শামসুজ্জোহা , জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ ও হেলাল উদ্দিন , উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম , মূলগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম বকুল ।