ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে শহরের বকুলতলাস্হ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে গিয়ে শেষ হয় এ বর্ণাঢ্য শোভাযাত্রা।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত সু সজ্জিত এ শোভাযাত্রায় ঘোড়ায় চড়ে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে “মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে ‘বিজয় শোভাযাত্রা’ য় ব্যানার-ফেস্টুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকা নিয়ে ও ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।