স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এদিন বিকেলে আগ দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ।

স্মরণ সভায় সমন্বয়কারী প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, কৃষকলীগ নেতা সুলতান মাহমুদ, ইবি ছাত্রলীগ নেতা জোবায়ের রহমান, ইউপি সদস্য ফিরোজ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শোয়াইব হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।