রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদের নেতৃত্বে জামায়াত বিএনপিপন্থীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শত শত ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্বর হয়ে বাঘা বাজার,থানা মোড়সহ প্রধান প্রধান সড়ক লম্বা মিছিলটি ঘুরে এসে একই জায়গায় এসে শেষ হয়।
বাঘা উপজেলা জামায়াত -বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য রাখেন ছাত্রলীগের জাহিদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা জাহিদের নেতৃত্বে বিশাল লম্বা শতশত ছাত্রলীগ কর্মী-সহযোগীর বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা নবগঠিত ছাত্রলীগ কমিটির সহ-সভাপতি মো, রাসেল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো সোহাগ আলী,
তুর্য্য,সুজন,হালিম,আজমুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।