বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি—জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে পরমেশ্বদী ইউনিয়নের মালিখালী বাজারে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক তমিজ উদ্দিন মোল্যার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাইসুল আলম মিনা রাসেলের সঞ্চলনায়

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, পরমেশ্বদী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন আ’লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্যা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ সিদ্দিকুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এসএম বাকের ইদ্রিস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক একে আজাদ মুক্ত মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, দিপক রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মন্নু সিকদার, সাধারন সম্পাদক ইমামুল শেখ,

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামিম হোসেন। এ ছাড়া শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়নের আ’লীগ’ স্বেচ্ছাসেবকলী, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলার ১০ ইউনিয়নেই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।