মাগুরা প্রতিনিধিঃ দীর্ঘদিন পর আজ মাগুরা জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০.০০ ঘটিকায় মাগুরা জামরুল তলায় দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুব্রত পাল। বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাডঃ ড.শামীম আল সাইফুল সোহাগ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির, কাজী আনিসুর রহমান তৈমুর,কাজী মিরাজুল ইসলাম ডলার ও জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাগুরা জেলা শাখার যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, যুগ্ম আহবায়ক এ্যাড. আশরাফ খান,যুগ্ম আহবায়ক সাকিব হাসান তুহিন।

এ সময় মাগুরা জেলার চার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি/ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বর্ধিত সভায় পৌরসভা সহ বিভিন্ন এলাকা থেকে যুবলীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।