মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে ঝাউগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থীর পথ সভা আয়োজন করা হয়। আসন্ন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে সফল করার লক্ষে ৬ জানুয়ারী (বৃহস্পতিবার) ঝাউগড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এর পশ্চিম ঝাউগড়া গ্রামের আঃ জলিলের এর বাড়িতে এই পথ সভা অনুষ্টিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন ঝাউগড়া ৪নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আঃ গফুর। বক্তব্য রাখেন- ঝাউগড়া জামে মসজিদের সভাপতি মনোয়ার হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী, দপ্তর সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুজন, জামালপুর জেলা ছাএলীগের সহ সম্পাদক -মোরাদুজ্জামান মোরাদ, ওয়ার্ড় যুবলীগের সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, ৪, ৫ ও ৬ সংরক্ষিত ওয়ার্ডের নব নির্বাচিত মহিলা সদস্য লাকি খাতুন, ৮নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, ৪ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কুব্বাত আলী, জাসিম উদ্দিন,আমজাদ হোসেন, আমছার আলী, নাজিমদ্দিন, আক্রম,বাচ্চু ছাএলীগ নেতা অশরাফুল ইসলাম রাজু, যুবলীগ নেতা ইমদাদুল হক তানিম প্রমূখ।
এলাকার একাধিক বক্তারা বলেন -জনগণের মনোনীত প্রার্থী ও জনগণের-রায়ের প্রত্যাশা-নিয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে মাঠে নেমেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম আফসারী।
ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হওয়ায় ,ইউনিয়ন-বাসীর মধ্যে একটা, উৎসাহ উদ্দীপনা আর জয়সূচক, পরিবেশ বিরাজ করছে! সমাজের চায়ের দোকান থেকে শুরু করে-হাট বাজার, আলাপচারিতা-ও ফেঁসটুন ব্যানার ছেয়ে গেছে হাট -বাজার, ওলি গলি, মোড় বলাবলি-হচ্ছে জাহাঙ্গীর আলম আফসারী এবার বিপুল জনসমর্থনে নির্বাচিত হবে বলে জানান ,ইউনিয়ন-বাসী। পলাশতলা ওয়াদুদ জানান আমি মহিরামকুল মোরে বিপদে পরেছিলাম আমি ওখান থেকে আমার ফোনে তিনি সাড়া দিয়ে আগে আল্লাহ তারপর তিনি ওছিলা হয়ে বিপদমুক্ত করেন। ঝাউগড়া শহিদুল্লা বলেন আমি বিপদে পরে তার কাছে গিয়ে সমধান পেয়েছি। আরো একাধিক লোক জানান -বিপদে পরলে আলম ভাইকে সাথে সাথে কাছে পাই। বক্তারা আরো বলেন তিনি আমাদের মধ্যে সেবক হয়ে-আসবে এই প্রত্যাশা-এলাকাবাসীর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।