শার্শা উপজেলার ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ১৫ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাক্ষ ইব্রাহিম খলিল। এদিকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্র ৪৭ এর ১১ ধারা অনুযায়ী জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে সরাসরি দল থেকে বহিষ্কার হবে।

ওই ধারা মোতাবেক শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কার করা হলো।

একইসঙ্গে দল থেকে বহিষ্ককৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম না করার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।