আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে রুহিয়া থানা আওয়ামী লীগ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া চৌরাস্তা গিয়ে শেষ হয়।
রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর নেতৃত্বে মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে চৌরাস্তার বিক্ষোভসভায় বক্তব্য রাখেন, মনিরুল হক বাবু, চেয়ারম্যান, রুহিয়া ইউপি ও সভাপতি রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। খাদেমুল ইসলাম, চেয়ারম্যান রাজাগাঁও ইউপি ও সাধারণ সম্পাদক রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ। অখিল চন্দ্র রায়, চেয়ারম্যান ঢোলারহাট ইউনিয়ন পরিষদ। রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী প্রমুখ।
এছাড়াও আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের থানা, বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।