দীর্ঘ ১৬ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ-(৮) ঈশ্বরগঞ্জ আসেনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাসেম উদ্দীনের ছেলে ছাফির উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন শেষে অতিথিরা ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে কমিটির নাম ঘোষণা করেন।
এছাড়াও নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, ভি.পি রফিকুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সাম্পাদক মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, এডভোকেট এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক রুহুল আমিন রুহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম।
এরআগে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।