জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তরজেলা শাখার বর্ধিত সভা সংগঠনের সভাপতি এস এম শফিউল আজমের সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, উপজেলা পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা, চলমান রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি ও জামাতের অপরাজনীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বক্তব্য রাখেন সহ সভাপতি মো. আবু লাইছ, অধ্যাপক মো. হুমায়ন কবির চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, মো. হারুনুর রশিদ, মো. বোরহান উদ্দিন, নোমান খান, মো. হাবিবুর রহমান, মো. রবিউল হোসেন, মো. এসকান্দর, বাবুল হক, ত্রিদিপ বড়ুয়া, খোরশেদ আলম, আবু সাঈদ, রিমন মুহুরী, উদয় সেন, মোহাম্মদ আবদুল কাইয়ুম, তাপস বড়ুয়া, মো. শহিদুল্লাহ, জামাল উদ্দিন, মো. নাছির উদ্দিন, ইমরুল হাসান রুবেল, আবুল আক্কাস, শেখ মো. শামীম উদ্দিন, মো. আব্বাস প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।