বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদের পাশাপাশি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খানসামা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৫ মে) সকাল ১১ ঘটিকার দিকে বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু সহ কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিটন রহমান লিটু বলেন, যিনি আমাদের স্বপ্ন দেখান, তিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

সেই জননেত্রীর বিপক্ষে যারা কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন তাদের বিপক্ষে কোন ছাড় হবে না। অবিলম্বে খুনি ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদককে ওনার এরকম বক্তব্য প্রত্যহার করতে হবে। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।