আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে। দলের গঠনতন্ত্র অনুসারে তাকে এ পদে মনোনীত করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের সভাপতি শেখ হাসিনা এ পদের জন্য তাকে মনোনীত করেছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
মঙ্গলবার রাতে পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন, আওয়ামী লীগের দপ্তর থেকে ফোন দিয়ে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এর আগে, ড. শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ড. আলম ১৯৫১ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তার স্ত্রী, দুই ছেলে ও দুই নাতনী রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।