আন্দোলন, সংগ্রাম ,মুক্তিযুদ্ধ , উন্নয়ন, ডিজিটাল, তারুণ্য ও ঐতিহ্য সবকটির সমন্ব^য়ে একটি নাম বাংলাদেশ আওয়ামীলীগ। দেশের প্রাচিনতম এই দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র্যালী ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল জহক বকুর নেতৃত্বে মধুখালী রেলগেস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচীর উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলন পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ।
পৌর আওয়ামীলীগ ও অন্যান্য অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান হয়েছে। শ্রদ্ধানিবেদন পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে রেলগেট দলীয় কাযালয়ে শেষ। র্যালী পরবর্তী দলীয় অফিসে ৭৩তম প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটা হয়।
কেক কাটা পরবর্তী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আঃ সালাম মিয়ার সভাপতিত্বে ৭৩ বছরের গৌরব আর ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধঅরন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন,
সহদপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা,পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরদ ও উপজেলা মহিলা আওয়ামলীগের সভাপতি সুরাইয়া সালামসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।